Malaria Free China : চীনকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে ডব্লিউএইচও, ৭০ বছরের প্রচেষ্টার পরে নির্মূল

অনলাইন ডেস্ক, ১ জুলাই।। চীনকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ৭০ বছরের প্রচেষ্টার পরে ম্যালেরিয়াকে নির্মূল করেছে দেশটি। চীনে ১৯৪০ দশকের দিকে প্রতি বছর ৩০ মিলিয়ন লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হতো।

তখন থেকে, এই ভাইরাস নির্মূলের প্রচেষ্টার ফলে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা শুরু। মশার মাধ্যমে ছড়ানো পরজীবীটির সংক্রমণের চক্র ভাঙতে দেশটি বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। ডব্লিউ্এইচও জানিয়েছে, গত চার বছর ধরে চীনে কোনো ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।

এর ফলে এশিয়ার সর্ববৃহৎ দেশটিকে ম্যালেরিয়া মুক্ত সনদ দিয়েছে সংস্থাটি। চীনের এই সফলতা অর্জিত হয়েছে কঠোরভাবে এবং এটা এসেছে দশকব্যাপী লক্ষ্যবস্তু ও টেকসই কর্মের ফলে, এমনটাই জানিয়েছে ডব্লিউ্এইচও’র মহাপরিচালক টেড্রোস আদহানোম ঘেব্রেইসিয়াস।

এই সপ্তাহে কমিউনিস্ট পার্টির শাসনের শতবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে বেইজিং। ডব্লিউ্এইচও’র ম্যালেরিয়া মুক্ত সনদকে প্রশংসা জানিয়ে এটিকে ‘চীনের গুরুত্বপূর্ণ মানবাধিকার অর্জন’ হিসেবে দেখছে দেশটি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?