স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ জুলাই।। ব্যতিক্রমী ত্রিপুরা। ব্যতিক্রমী মানসিকতা নিয়েই বিভিন্ন ক্ষেত্রে বিকাশের কার্যধারা চলমান রেখেছে রাজ্য সরকার। পূর্বতন সরকার বিভিন্ন অযুহাতে মানুষকে শুধু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছিল।
বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বিগত সরকারের ভ্রান্ত নীতির কারণেই ১০ হাজার ৩২৩ শিক্ষককে সংকটে পড়তে হয়েছে। কিন্তু স্বল্প সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে কী ভাবে নিয়োগ করা যায় তার দৃষ্টান্ত তৈরি করেছে টিপিএসসি। টিপিএসসির মাধ্যমে রেকর্ড সময়ের মধ্যে ১৫৬ জন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল সার্ভিস রুলের সংশোধন করা হবে।
বিগত সরকারের গয়ংগচ্ছ মনোভাবের জন্য সাত বছর ধরে সরকারি কর্মচারীদের পদোন্নতি আটকে ছিল। অনেক কর্মচারী সেই আর্থিক বঞ্চনা নিয়েই অবসর নিয়েছেন। এই সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি কর্মচারীদের যোগ্যতার নিরিখে এককালীন পদোন্নতি করার। কিন্তু দুর্ভাগ্য। একটা অংশ তারও বিরোধিতা করছে।
মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতালের পরিকাঠামোর আমূল বদল হয়েছে। জটিল অস্ত্রোপচার রাজ্যেই হওয়ার ফলে বহিঃরাজ্যে রেফার করার হার কমেছে অনেক। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যানসার সেন্টারে উন্নত চিকিৎসা হচ্ছে। বহিঃরাজ্যের রোগীরাও এখানে চিকিৎসা করাতে আসছেন।
সর্বক্ষেত্রে উন্নয়নের আলোক সঞ্চালন হচ্ছে। কৃষকদের মাসিক আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি তার প্রমাণ।
নীতি আয়োগের রিপোর্টেও উল্লিখিত হয়েছে, ত্রিপুরায়া এখন দ্রুত গতিতে উন্নয়ন তরান্বিত হচ্ছে। আজ ত্রিপুরার মানুষের মুখে বঞ্চনার স্লোগান শোনা যায় না, গরিব রাজ্যের হাহুতাশ শোনা যায় না, কারণ ত্রিপুরার মানসিকতা বদলাচ্ছে। ত্রিপুরা করে দেখাচ্ছে।