Illegal Construction : বেআইনি নির্মাণ ঘিরে রাজধানীতে এক বাড়িতে ঢুকে হামলা হুজ্জতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জুন।। আগরতলা শহরের কর্ণেল চৌমুহনি এলাকায় শাসক দলের নেতা নামধারীরা প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে বুধবার একটি বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর নাগাদ রিঙ্কি দের বাপের বাড়িতে পূর্ব বিরোধের জেরে হামলা চালায়৷ অভিযুক্তরা হলো অমর দে ও দীপঙ্কর দে৷ রিঙ্কি দে এ ব্যাপারে পশ্চিম আগরতলা মহিলা থানায় মামলা করতে যান৷

আশ্চর্যজনকভাবে পুলিশ মামলা গ্রহণ না করে ঘটনার মীমাংসা করে দেওয়া হবে বলে জানায়৷ অভিযোগকারীর মামলা গ্রহণ না করে তাকে থানায় বসিয়ে রেখে অভিযুক্তদের খবর পাঠায় মহিলা থানার পুলিশ৷ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মহিলাকে থানায় বসিয়ে রাখার পর অভিযুক্তরা মহিলা থানায় আসে৷

কিন্তু মীমাংসা হয়নি৷ অভিযুক্ত অমর দে লিখিতভাবে পাল্টা অভিযোগ আনেন৷ অবশ্য পরবর্তী সময়ে রিঙ্কি দে’র অভিযোগও গ্রহণ করেছে পুলিশ৷ পুলিশের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেছে রিঙ্কি দে’র পরিবার৷ খোঁজ খবর নিয়ে জানা গেছে, অমর দে-বৈধ অনুমতি না নিয়েই দালানবাড়ি তৈরি করার চেষ্টা করেন৷

এ ব্যাপারে হাইকোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে৷ হাইকোর্ট অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে নির্দেশ জারি করেছিল৷ অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বদলে ক্ষমতার দাপট দেখিয়ে অমর দে ঘর তৈরির চেষ্টা পুনরায় করেন৷

এনিয়ে পুনরায় মামলা হয়৷ মামলার পরিপ্রেক্ষিতে পুরনিগমের টাস্ক ফোর্স হানা দেয়৷ তাতে ক্ষিপ্ত হয়েই রিঙ্কি দে’র বাপের বাড়িতে অমর দে ও দীপঙ্কর দে বুধবার দুপুর নাগাদ হামলা চালিয়েছে বলে অভিযোগ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?