নতুন প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ১,১০০ স্পেশাল পুলিশ অফিসার তথা এসপিও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ ত্রিপুরা মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে৷ এর জন্য সরকারের বার্ষিক ৮ কোটি ১২ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয় হবে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় সচিবালয়ের আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এছাড়াও আজ মন্ত্রিসভার বৈঠকে ৩৯৮ জন এসপিও-কে ড্রাইভারের শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷ তিনি জানান, বর্তমানে রাজ্যে যে ২,৭৮৯ জন এসপিও রয়েছেন তাঁদের মধ্য থেকে ৩৯৮ জনকে ড্রাইভার পদে নিয়োগ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় বর্তমানে ২,৭৮৯ জন এসপিও-র মধ্যে পশ্চিম জেলায় ২৫৫ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩১৪ জন, ধলাই জেলায় ৬১৫ জন, খোয়াই জেলায় ৪৩০ জন, সিপাহিজলা জেলায় ১৩৫ জন, ঊনকোটি জেলায় ৩৮৬ জন, গোমতি জেলায় ৪৯৫ জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৫৯ জন কর্মরত রয়েছেন৷ শুরুতে তাঁরা ৩,০০০ টাকা বেতন পেতেন৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ৬,১৫৬ টাকা৷ এছাড়াও তাদের ফেস্টিভ্যাল গ্র্যান্ড, ফেস্টিভ্যাল অ্যাডভান্স, ১২ দিনের সবেতন ছুটি এবং ৩০ দিনের মেডিক্যাল লিভ রয়েছে, জানান শিক্ষামন্ত্রী,আজ মন্ত্রিসভার বৈঠক রাজ্যের ৮টি জেলার প্রায়োরিটি প্রজেক্টের জন্য ৮ জন অতিরিক্ত জেলাশাসককে নিযুক্ত করতে এক্স-ক্যাডার পদ সৃষ্টি করা হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, ত্রিপুরার প্রতিটি জেলার জেলাশাসকের কাছে আত্মনির্ভর ভারত, পাট্টাল্যান্ড প্রদান, ব্লু শরণার্থীদের জন্য পুনর্বাসন, অটল জলধারা মিশন, হকার ও স্ট্রিট ভেন্ডরের জন্য বিভিন্ন স্কিম, অ্যাসপিরিশনাল ব্লকের বিভিন্ন স্কিম সহ ১০টি প্রায়োরিটি প্রজেক্ট রয়েছে৷ সেগুলি দ্রুত রূপায়ণের লক্ষ্যে প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসককে নিযুক্ত করার জন্য এক্স-ক্যাডার পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷