অনলাইন ডেস্ক, ৩০ জুন।। লিভারপুলের প্রাক্তন কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে এভারটন। তিন বছরের চুক্তিতে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এই ৬১ বছর বয়সী কোচ। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্রিস্টাল প্যালেসের দায়িত্ব নিতে পারেন প্যাট্রিক ভিয়েইরা।
বেনিতেজের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে এভারটনের মালিক ফরহাদ মোশিরির। স্প্যানিশ কোচও আগ্রহ দেখিয়েছেন গুডিসন পার্কে যেতে। ৬ বছর অ্যানফিল্ডে থাকাকালীন চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ জেতেন বেনিতেজ।
জুনের শুরুতে এভারটনের চাকরি থেকে ইস্তফা নিয়ে রিয়াল মাদ্রিদে ফেরেন আনচেলত্তি। যার কারণে বেনিতেজকে কোচ করার সিদ্ধান্ত নিয়েছে এভারটন।
অন্যদিকে প্যালেসে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল ভিয়েইরার। ফ্রান্সের সাবেক আর্সেনাল অধিনায়ক স্থলাভিষিক্ত হতে পারেন রয় হজসনের। গত ১৮ মে প্যালেসের চাকরি ছাড়েন এই ইংলিশ কোচ। প্যালেসের সঙ্গে এখনো আলোচনা চলছে ভিয়েইরার।
৪৫ বছর বয়সী কোচ সেলহার্স্ট পার্কে যেতে পারেন তিন বছরের চুক্তিতে। গত ডিসেম্বরে ফরাসি ক্লাব নিস থেকে বরখাস্ত হন তিনি।
এর আগে আড়াই বছর মেজর সকার লিগের ক্লাব নিউ ইয়র্ক সিটিতে কাটান ভিয়েইরা। ম্যানচেস্টার সিটি একাডেমিতে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পেশাদারি ক্যারিয়ারের শেষ মৌসুমটা ইতিহাদে কাটিয়েছিলেন তিনি।
তবে প্যালেসের প্রধান কোচের চাকরির দৌড়ে ভিয়েইরার নামের পাশাপাশি শোনা যাচ্ছে উলভসের সাবেক কোচ নুনো এসপিরিতো সান্তোর নামও।