T20 Cricket : প্রথম বলে ওয়াইডের পর দ্বিতীয় বলে চার খেয়ে বসেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা

অনলাইন ডেস্ক, ৩০ জুন।। জয়ের জন্য শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৫ রান। স্ট্রাইকে ফাবিয়ান অ্যালেন। আর বোলিংয়ে কাগিসো রাবাদা। প্রথম বলে ওয়াইডের পর দ্বিতীয় বলে চার খেয়ে বসেন দক্ষিণ আফ্রিকান পেসার। কিন্তু এরপরই উইন্ডিজের রানের লাগাম টেনে ধরেন তিনি।

তৃতীয় বল ড্রপ দেওয়ার পর চতুর্থ বলে ২ রান নিয়ে ফের পরের বলে কোনো রান নিতে পারেননি অ্যালেন। শেষ বলে ছক্কা হাঁকিয়েও ক্যারিবীয়দের জয় এনে দিতে পারেননি তিনি। শেষ ওভারে ১৩ রান দিলেও প্রোটিয়াদের এক রানের রুদ্ধশ্বাস জয় এনে দিলেন রাবাদা। এই জয়ে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দ.আফ্রিকা।

লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১৬৬ রান। এর আগে উইকেটরক্ষক-ওপেনার কুইন্টন ডি ককের ঝোড়ো ফিফটিতে ১৬৭ রানের সংগ্রহ পায় ৮ উইকেট হারিয়ে।

গ্রানাডার সেন্ট জর্জে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় দ.আফ্রিকা। ৪ ওভারেই ৪০ পেরোনো স্কোর পায় তারা।

সতীর্থ ওপেনার রিজা হ্যান্ডরিকস (১৭) বিদায় নিলেও ঝড় থামাননি ডি কক। ৫১ বলে ৫ চার ও ২ ছয়ে ৭২ রান করেন তিনি। দলীয় ১৪৭ রানে বিদায় নেন ডি কক। তার বিদায়ের পর দলীয় রানটাকে আর বেশি দূর বাড়াতে পারেননি ডেভিড মিলাররা।

উইন্ডিজের হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন ওবেদ ম্যাকয়। ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন ডোয়াইন ব্রাভো।

১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় উইন্ডিজও। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ৫৫ রান জমা করেন এভিন লুইস (২৭) ও লেন্ডন সিমন্স (২২)। পরে জেসন হোল্ডার (১৬), শিমরন হেটমায়ার (১৭), নিকোলাস পুরান (২৬) ও আন্দ্রে রাসেলের ১৬ বলে ৩ ছক্কায় ২৫ রানের ক্যামিওতে জয়ের পথে ছিল ক্যারিবীয়রা। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি তারা। ম্যাচ সেরা হয়েছেন তাবরিজ শামসি। ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?