নতুন প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা সিটু নেতা মানিক দে। মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিটু নেতা মানিক দে বলেন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে গণপরিবহন ব্যবস্থার ওপর মারাত্মক আঘাত নেমে আসবে। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহনের উপর। ফলশ্রুতিতে নিত্যপণ্যের মূল্য ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। টানা পক্ষকাল ধরে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা সিটু নেতা বলেন এর আগে এ ধরনের মূল্য বৃদ্ধি ঘটে নি।সপ্তাহে বড়জোর একবার মূল্যবৃদ্ধি নজির রয়েছে, কিন্তু প্রতিদিন মূল্যবৃদ্ধির ঘটনা ইতিপূর্বে ঘটেনি। প্রতিদিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে মানুষের ওপর অধিক করের বোঝা যাবে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারের উদারীকরণ নীতির ফলেই এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে বলেও অভিমত ব্যক্ত করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা সিটু নেতা মানিক দে। অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্য রাস এবং জনগনের উপর থেকে অধিক করের বোঝা কমানোর জন্য জোরালো দাবি জানিয়েছেন। অন্যথায় সংগঠন বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্যের এবং দেশের শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের জনগণকে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।