স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুন।। সারা দেশের সাথে রাজ্যেও অ্যানিমিয়া মুক্ত ভারত গড়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রক্তাল্পতার কারণে গর্ভবর্তী মা ও শিশুর মধ্যে যে জটিল রোগ সৃষ্টি হয় তা দূর করার জন্যই এই কর্মসূচি।
গত ২৫ জুন পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এএনএম ইনস্টিটিউশনে আয়োজিত হয় রাজ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা। রাজ্যের ৮ জেলার অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচির নোডাল অফিসারগণ এই কর্মশালায় অংশ নেন।
এদিনই পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচিতে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রামের নোডাল অফিসারগণ ও স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব টেকনিশিয়ানগণ।
এই কর্মসূচিতে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতী ও ধলাই জেলাতেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের পরে সবাইকে ডিজিটাল হিমোগ্লোবিনোমিটার, আইএফএ ট্যাবলেট, আইএফএ সিরাপ বিতরণ করা হয়।
শিশুদের, বয়ঃসন্ধিকালীন কিশোর কিশোরী, গর্ভবতী মায়েদের অ্যানিমিয়া থেকে রক্ষা করার জন্য প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস, স্বাস্থ্য শিবিরে অ্যানিমিয়া পরীক্ষা করা হবে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।