অনলাইন ডেস্ক, ২৯ জুন।। টাইব্রেকারে গোল করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তার ব্যর্থতাই ইউরো কাপে ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য নির্ধরন করে দিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে ইউরোর শেষ আটে জায়গা করে নিয়েছে সুইসরা। স্বাভাবিকভাবেই হতাশায় পুড়ছেন এমবাপ্পে।
এদিন মাঠ ছাড়েন তিনি মাথা নত করে। তবে ম্যাচটি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তিনি এমবাপ্পের উদ্দেশ্যে বলেছেন, মাথা উঁচু রাখতে।
টুইট বার্তায় এমবাপ্পের উদ্দেশ্যে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো, কিলিয়ান! নতুন যাত্রার প্রথম দিন তো আগামীকাল। ’
সোমবার রুমানিয়ার বুখোরেস্টে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ৩-৩ সমতায় শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দল গোল না পেলে টাইব্রেকারে গড়ায় খেলা। যেখানে ৫-৪ গোলে জয় সুইজারল্যান্ডের।
বিশ্বকাপ ও ইউরো মিলে ২০১০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।