Euro Cup : ইউরো কাপে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক, ২৯ জুন।। ইউরো কাপে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপরও তার দল পর্তুগাল ছিটকে গেল আসরের শেষ ষোলো থেকেই।

রবিবার বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সেই হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথাই বললেন সিআরসেভেন।

রোনালদোর বয়স এখন ৩৬ বছর। ধারণা করা হচ্ছে ক্যারিয়ারের শেষ ইউরো কাপ তিনি খেলে খেললেন এবার। গত আসরে শিরোপা উপহার দিয়েছিলেন দলকে। এবারো ট্রফিতেই চোখ ছিল তার। কিন্তু সব চাওয়া তো আর পূরণ হয় না।

বেলজিয়ামের কাছে হারের পর তাই আবেগঘন পোস্ট রোনালদোর। যেখানে লিখলেন, ‘আমরা যে ফলাফলটা আশা করেছিলাম, সেটা আমরা করতে পারিনি এবং তার জন্যই প্রত্যাশা ছাড়াই আমরা তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেলাম। ’

তবে দলের পারফরম্যান্সের প্রশংসা করে পর্তুগাল অধিনায়ক লিখেছেন, ‘ইউরোতে আমরা আমাদের পারফরম্যান্সের জন্য কিন্তু গর্বিত। ইউরোপিয়ান চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি।

আমরা প্রমাণ করেছি, আমাদের দল এখনো পর্তুগিজ জনগণকে অনেক আনন্দ দিতে পারে। ’

রোনালদো আরো লেখেন, ‘আমাদের ভক্তরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দলকে সমর্থন করে গেছে। আমরা তাদের আস্থা বজায় রাখার জন্য প্রাণপণ লড়াই চালিয়েছি। তবে আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। ’

বেলজিয়ামকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি রোনালদো, ‘বেলজিয়ামকে অভিনন্দন জানাই এবং প্রতিযোগিতায় থাকা সমস্ত দলকেও শুভকামনা। আমাদের আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। ’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?