অনলাইন ডেস্ক, ২৮ জুন।। প্রথমার্ধের শেষ দিকে অসাধারণ নৈপুণ্যে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন থরগান হ্যাজার্ড। সেই গোলটাই গড়ে দিল ম্যাচের ভাগ্য। ক্রিস্তিয়ানো রোনালদোদের পর্তুগালকে থামিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুদের বেলজিয়াম।
রবিবার সেভিয়ার লা কার্তুহায় শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। রবার্তো মার্তিনেজের দল শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইতালির মুখোমুখি হবে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে ইরানের আলি দাইকে ছুঁয়েছিলেন রোনালদো। এদিন গোল পেলেই রেকর্ডটা এককভাবে তার নিজের হতো। কিন্তু জালের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। আর পর্তুগাল দলটা দুর্দান্ত হলেও কতটা রোনালদো নির্ভর, সেটাও যেন প্রমাণ হয়ে গেল আরো একবার।
যদিও ম্যাচে আধিপত্য দেখিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালই। প্রতিপক্ষের পোস্টে শট নিয়েছেন ২৩ বার। চলতি ইউরো কাপে যা কোনো দলের সর্বোচ্চ। বেলজিয়ামের পোস্টের নিচে থিবো কোর্তোয়া ছিলেন দুর্দান্ত।
এদিকে প্রথমার্ধের শেষ দিকে কড়া ট্যাকেলের শিকার হওয়া ডি ব্রুইনকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় দ্বিতীয়ার্ধের শুরুতেই। সেই সুযোগ কাজে লাগিয়ে বেলজিয়ামের উপর চাপও বাড়ায় পর্তুগাল। কিন্তু আসল কাজটাই তারা করতে ব্যর্থ।
ধারণা করা হচ্ছে, এর মধ্যে ইউরোর মধ্যে শেষ ম্যাচটা খেলা হয়ে গেল রোনালদোর। কারণ বয়স এরই মধ্যে ৩৬ হয়েছে। আরো একটি ইউরোতে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা তাই ক্ষীণই।