নতুন প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।। বিধ্বংসী অগ্নিকান্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল গভীর রাতে আমতলী থানাধীন রায় কলোনি পাড়া এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। বাড়ির মালিক শিলা দাস জানিয়েছেন, অগ্নিকাণ্ডে বাড়ির সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। শিলা দাস জানান, গতকাল রাতে তিনি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত ২ টা ৪০ মিনিট নাগাদ স্থানীয় লোকজন ঘরে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁরাই খবর দেন দমকল বাহিনীকে। তিনি বলেন, দমকল বাহিনীর জওয়ানরা আসতে কিছুটা সময় নিয়েছে। টানা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন আয়ত্তে এনেছে। কিন্তু আগুনে পুড়ে সবকিছু ছারখার হয়ে গেছে। তাঁর অভিযোগ, পূর্ব শত্রুতার জের এই অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত করা হয়েছে। এ-ব্যাপারে আমতলী থানায় তিনি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি প্রয়োজনীয় সাহায্য প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপদকালীন সাহায্য প্রদান করা হয়েছে।