অনলাইন ডেস্ক, ২৭ জুন।। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় সোমবার রাতে স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এমন এক বাঁচা মরা ম্যাচের আগেই দুশ্চিন্তায় পড়ে গেছে ক্রোয়েশিয়া। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রোয়াট মিডফিল্ডার ইভান পেরিসিচ।
ইউরোর গ্রুপ পর্বে দুই গোল করেছেন এই ইন্টার মিলান তারকা। মাঝমাঠের ৩২ বছর বয়সী তারকাকে ছাড়ায় কোপেনহেগেনে স্প্যানিশদের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। করোনায় আক্রান্ত হওয়ায় ১০ দিনের স্বেচ্ছা-আইসোলেশনে আছেন পেরিসিচ।
তবে গত বিশ্বকাপের রানার্স-আপদের জন্য স্বস্তির খবর হলো, পেরিসিচ ছাড়া সফরে থাকা দলের আর কোনো খেলোয়াড় ও কোচ করোনায় আক্রান্ত হননি, এমনটাই জানিয়েছে ক্রোয়েশিয়ান এফএ।