অনলাইন ডেস্ক, ২৭ জুন।। কোপা আমেরিকায় বাকি ম্যাচগুলোতে ডিফেন্ডার ফেলিপে মন্তেইরোকে পাচ্ছে না ব্রাজিল। চোটে পড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা। ডান হাঁটু মচকে গেছে এই সেন্টার-ব্যাকের।
যার অর্থ, ঘরের মাটিতে কোপা আমেরিকাসহ এই গ্রীষ্মটা ফেলিপেকে ছাড়ায় কাটাতে হবে ব্রাজিলকে। ১৬ জুন ডান হাঁটু মচকে যায় ফেলিপের। এর পরদিন কোপায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর মুখোমুখি হয় সেলেসারওরা। ম্যাচটির আগে চোটে পড়ায় কোচ তিতের স্কোয়াডে ছিলেন না তিনি। চোট পাওয়ায় ফেলিপেকে ফিজিওথেরাপিও নিতে হয়। তবে নিশ্চিত হওয়া গেছে, এই গ্রীষ্মে আর মাঠে নামা হচ্ছে না তার।
৩২ বছর বয়সী ডিফেন্ডারের পরিবর্তে কোচ তিতে তার স্কোয়াডে ডেকেছেন লিও ওর্তিজকে। ২৫ বছর বয়সী এই ফুল-ব্যাক খেলেন রেড বুল ব্রাগানটিনোতে।