বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের জয়ের নায়ক কাইল জেমিসনে রীতিমতো মুগ্ধ শচিন

অনলাইন ডেস্ক, ২৭ জুন।। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের জয়ের নায়ক কাইল জেমিসনে রীতিমতো মুগ্ধ শচিন টেন্ডুলকার। কিউই তারকাকে নিয়ে ভারতীয় ব্যাটিং কিংবদন্তির ভবিষ্যদ্বাণী, খুব শিগগিরই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের হয়ে উঠবে জেমিসন। সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতকে হারাতে বড় ভূমিকা রাখেন জেমিসন।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। শেষ দিন সকালে ভারতের দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে সাজঘরে ফিরিয়ে নিউজিল্যান্ডের জয়ের পথ সুগম করেন। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। সেই জেমিসনকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শচিন বললেন, ‘জেমিসন একজন দারুণ বোলার এবং খুব কার্যকরী অলরাউন্ডার। ও খুব শিগগিরই বিশ্ব ক্রিকেটার অন্যতম সেরা অলরাউন্ডারের হয়ে উঠবে।

গত বছর নিউজিল্যান্ডে যখন আমি ওকে দেখেছিলাম (ভারতের বিপক্ষে সিরিজের সময়), তখনই ও আমায় মুগ্ধ করে।’ কেন জেমিসন তার সতীর্থ কিউই বোলারদের থেকে আলাদা সে ব্যাখ্যাও করেছেন শচিন। তার কথায়, ‘সাউদি, ওয়াগনারদের থেকে ও একটু পৃথক ধরনের বোলার।

ও পিচে বল ফেলে সিম করানোর চেষ্টা করে। নিউজিল্যান্ড দলের বাকি বোলাররা বেশিরভাগই স্লিপের দিকে বল সুইং করানোর লক্ষ্যে থাকে।’‘জেমিসন নিজের কব্জির বদল করে বেশ কয়েকটি বল ইনসুইং করানোর চেষ্টা করে। আমার ওর মধ্যে যেটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা হল ওর ধারাবাহিকতা।’- বলেন শচিন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?