শিশু খাদ্য কেলেঙ্কারির গুরুতর অভিযোগ, অঙ্গনওয়াড়ি দিদিমণিকে ঘেরাও করলেন গ্রামবাসী

স্টাফ রিপোর্টার, গণ্ডাছড়া, ২৬ জুন।। করোনাকালে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার গাছ বাগান এলাকায় শিশু খাদ্য কেলেঙ্কারির গুরুতর অভিযোগ মিলেছে৷ অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে এলাকাবাসীরা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন৷

অবশেষে সিডিপিও ও পুলিশ ঘটনাস্থলে এসে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাওমুক্ত করেন৷ ঘটনার বিবরণে জানা যায়, গাছবাগান এলাকায় শিশু খাদ্য কেলেঙ্কারির অভিযোগ এনে অঙ্গনওয়াড়ি দিদিমণিকে ঘেরাও করেন গ্রামবাসী৷ ঘটনা ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের অধীন গাছ বাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে৷

অভিযোগ, এই কেন্দ্রের শিশুরা গত তিন মাস ধরে চাল, ডাল সহ কোন ধরনের খাদ্য সামগ্রী পাচ্ছিল না৷ অবশেষে আজ থেকে চাল, ডাল সহ অন্যান্য সামগ্রীগুলো বিতরণ করতে গিয়ে দিদিমণিকে অভিভাবকদের ক্ষোভের মুখে পড়তে হয়৷ এমনকি, দিদিমণির উপর শারীরিকভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ৷

অভিভাবকদের বক্তব্য তিন মাসের খাদ্য সামগ্রী দেওয়ার কথা থাকলেও তাদের দুই মাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে৷ আবার তাতেও পরিমাণে কম দেওয়া হচ্ছে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গণ্ডাছড়ার ভারপ্রাপ্ত সিডিপিও মঙ্গল রাঙ্খল সহ গণ্ডাছড়া থানার পুলিশ৷

আধিকারিকরা অভিভাবকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং উক্ত দিদিমণি তিলকা চাকমার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে অভিভাবকরা দিদিমণিকে ঘেরাওমুক্ত করেন৷ এই ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?