২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত ৪৮,৬৯৮ জন, প্রাণ হারিয়েছেন ১,১৮৩ জন

অনলাইন ডেস্ক, ২৬ জুন।। ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৪৮,৬৯৮ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ১,১৮৩ জন করোনা-রোগী। শুক্রবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৬৪ হাজার ৮১৮ জন।

বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ১৭,৩০৩ জন, ফলে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৫,৯৫,৫৬৫ জন (১.৯৭ শতাংশ)। কোভিড টিকাকরণ দ্রুততার সঙ্গে চলছে ভারতে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৩১,৫০,৪৫,৯২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬১,১৯,১৬৯ জনকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১ হাজার ১৮৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৯৪,৪৯৩ জন (১.৩১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,৪৫,৮০৯। নতুন করে ৪৮,৬৯৮ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা- আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩,০১,৮৩,১৪৩।

সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে দেশবাসীকে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৬৪ হাজার ৮১৮ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,৯১,৯৩,০৮৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৭২ শতাংশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?