নিজেকে প্রমাণ করার দৌড়ে দেখতে দেখতে বলিউডে ২৯টি বসন্ত কাটিয়ে দিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক, ২৬ জুন।। দিল্লির এক অখ্যাত গলিতে বেড়ে উঠেছিলেন শাহরুখ খান। নামি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেন। কিন্তু অভিনয়ে প্রতিষ্ঠা পাওয়ায় ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। প্রথমে ছোটপর্দা, একের পর এক অডিশন, যতটুকু সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন।এ অধ্যবসায় তাকে এনে দিল বলিউড বাদশাহ বা কিং খানের মতো উপাধি। এখন বিদেশিদের অনেকের কাছেই, ভারত মানে শাহরুখ খান।

উত্তান-পতন ও বারবার নিজেকে প্রমাণ করার দৌড়ে দেখতে দেখতে বলিউডে ২৯টি বসন্ত কাটিয়ে দিলেন শাহরুখ।

বড়পর্দায় ১৯৯২ সালের ২৫ জুন ‘দিওয়ানা’য় ঋষি কাপুর ও দিব্যা ভারতীর সেকেন্ড লিড দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল। এরপর দ্বিতীয় ছবি ‘বাজিগর’ রাতারাতি তারকা বানিয়ে দেয়। সেই ধারাবাহিকতা আজও অব্যাহত।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় চলছে শাহরুখের ২৯ বছর বলিউডে কাটানোর ভার্চুয়াল উদ্‌যাপন। ‘২৯ গোল্ডেন ইয়ার্স অব এসআরকে’ হ্যাশট্যাগে অভিনেতাকে নিয়ে লেখা হচ্ছে বার্তা। এমন দিনে ভক্তদের নিরাশ করেননি শাহরুখ।

টুইটারে সবার উদ্দেশে লিখলেন, “কাজ করছি… প্রায় ৩০ বছর ধরে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তার বহিঃপ্রকাশ দেখলাম। অনুভব করলাম, জীবনের অর্ধেকের বেশি সময় আপনাদের বিনোদন দেওয়ার আশায় কাটিয়েছি। কাল সময় বের করে সবার সঙ্গে কথা বলব। ”

ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ‘আস্ক এসআরকে’ সেশনে প্রশ্ন-উত্তর পর্ব খেলেন সুপারস্টার। ভক্তদের আশা, সময় পেলে শনিবার এমনই হতে চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখের সিনেমা আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে। ২০১৮ সালে ‘জিরো’র ভরাডুবির পর স্বেচ্ছায় বিরতি নেন তিনি। ‘পাঠান’ দিয়ে আবারও দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে তার। বলা যায়, বেশ চমক নিয়েই ফিরছেন শাহরুখ। তবে এ ছবির মুক্তির তারিখ এখনো ঘোষিত হয়নি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?