স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুন।। রাজধানী আগরতলা শহর এলাকার কালিকাপুরে মাংস বিক্রেতাকে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে অল ইন্ডিয়া ল -ইয়ার ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠন পরিবারকে বিনামুল্যে সব ধরনের আইনি সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। কালিকাপুর এলাকায় মাংস বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সমীরণ দাস নামে মাংস বিক্রেতাকে নৃশংসভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া ল -ইয়ার ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের নেতা ভাস্কর দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার কালিকাপুরে নিহত মাংস বিক্রেতার বাড়িতে যান। তারা পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ঘটনা সম্পর্কে পরিবারের লোকজনের কাছ থেকে বিস্তারিত তথ্য সম্পর্কে তারা অবগত হন। পরিবারটিকে সব ধরনের আইনি সহযোগিতা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠন। নিহতের পরিবার পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী ভাস্কর দেববর্মা বলেন, রাজ্যে গত বেশ কিছুদিন ধরেই পিটিয়ে হত্যার ঘটনা বেড়ে চলেছে।
এ ধরনের ঘটনা প্রতিহত করার জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানিয়েছে সংগঠন। সংগঠনের নেতা ভাস্কর দেববর্মা অভিযোগ করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে বর্তমান সরকার কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্ত রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এসব হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের উপযুক্ত ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন আইনজীবী ভাস্কর দেববর্মা। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত আট জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে আইনজীবীদের সংগঠন।