নতুন প্রতিনিধি, অমরপুর, ১৭ জুন।। অমরপুর সাবজেলে ফাঁসিতে আত্মহত্যা করল বিচারাধীন এক বন্দী। তার নাম সুজাজয় মগ। বাড়ি শিলাছরি থানা এলাকার কমলছড়ি এলাকায়। বুধবার সকালে এই আত্মহত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে। বিচারাধীন অন্যান্য বন্দিরা ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের খবর দেন । সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় অমরপুরের এসডিএম সহ অন্যান্য পদস্থ আধিকারিকদের। অমরপুরের সাব জেলার এবং এজিএমসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন। খবর পাঠানো হয় বীরগঞ্জ থানায়। পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। ফরেনসিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে ছুটে এসে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিয়ে যান। সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাব জেলে বিচারাধীন বন্দীর ফাসিতে আত্মহত্যার ঘটনার সংবাদে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন এই আত্মহত্যার ঘটনা সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিতভাবে কোনো তথ্য জানানো হয়নি। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। সাবজেলে বিচারাধীন বন্দির আত্মহত্যার ঘটনার পর সাব কর্মীদের দায়িত্ব কর্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে। কর্তব্যে গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ উঠেছে।