অনলাইন ডেস্ক, ২২ জুন।। গত মার্চেই শোনা যায়, বাবা সুনীল শেঠি ও বড় বোন আথিয়া শেঠির পদচিহ্ন অনুসরণ করে শিগগিরই বড়পর্দায় দেখা যাবে আহান শেঠিকে। আর তাকে নিয়ে জল্পনা চলছিল এক বছর আগে থেকেই। ‘ডার্টি পিকচার’ ছবির পরিচালক মিলন লুথরিয়ার ‘তড়প’ ছবিকে অভিষেক হচ্ছে আহানের। ২ মার্চ সেই ঘোষণা আসে।
তবে সে ছবি মুক্তির আগে ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘আশিকি’র তিন নম্বর ছবির লিড হিরো হিসেবে বেছে নেওয়া হলো আহানকে। ‘তড়প’-এর শুটিংয়ের ঝলক দেখেই দারুণ পছন্দ হয় প্রযোজক ভূষণ কুমারের। এরপর ‘আশিকি থ্রি’র প্রস্তাব দেন। তবে ছবিতে কার সঙ্গে আহানকে রোম্যান্স করতে দেখা যাবে তা এখনো ঠিক হয়নি।
ধারণা করা হচ্ছে, আহানের বয়সের কথা মাথায় রেখে বাছাই করা হবে কোনো নবাগতা অভিনেত্রীকে। স্বজনতোষণ ইস্যুতে সাম্প্রতিক সময়ে বারবার বিতর্কে জড়িয়েছে বলিউড। কিন্তু তাই বলে তারকাদের সন্তানদের অভিনয় ক্যারিয়ার আটকে নেই। ২০১৫ সালে সালমান খানের হাত ধরে বলিউড সফর শুরু হয়েছিল সুনীল কন্যা আথিয়ার, সঙ্গে ছিল আদিত্য পাঞ্চালির ছেলে সুরুজ পাঞ্চালি।
এর ছয় বছর পর সফর শুরু হচ্ছে সুনীল পুত্রের। ‘তড়প’-এ আহানের নায়িকা তারা সুতারিয়া, ছবিটি ২৪ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে। ১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকি’, অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগারওয়াল। ছবিটি এই জুটিকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দেয়। ২৩ বছর পর রিবুট ভার্সন ‘আশিকি টু’তে অভিনয় করেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর, ছবিটি ফিল্মি পরিবারের এই দুই নবাগতকে সাফল্য এনে দেয়।