অনলাইন ডেস্ক, ২২ জুন।। প্যারাগুয়ের বিপক্ষে জয়ে কোপা আমেরিকার নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনের এসে দলের পরিস্থিতি ও লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লা আলবিসেলেস্তেরা। একাদশে ৬ পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামে নামে আর্জেন্টিনা।
টানা খেলার ক্লান্তি ঠিকই ঘিরে ধরেছিল স্কালোনির শিষ্যদের। তবে আলেহান্দ্রো পাপু গোমেজের একমাত্র গোল তিন পয়েন্ট আদায় করে নেয় আকাশী-নীলরা। এই ম্যাচ নিয়ে বলতে গিয়ে কোচ স্কালোনি বলেন, ‘আজ আমি যা নিয়ে চিন্তিত ছিলাম, তা হলো খেলোয়াড়দের শারীরিক পরিস্থিতি। সেরা খেলাটা খেলার পরিস্থিতি ছিল না। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়েকে ভালো খেলার ক্রেডিট দিতে হবে।
নিঃসন্দেহে প্রতিটি ম্যাচে অনেক কিছু উন্নতি করার আছে আমাদের।’ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে গুঞ্জন চলছিল, ম্যাচটিতে বিশ্রামে থাকতে পারেন মেসি। তবে শেষ পর্যন্ত ৯০ মিনিট মাঠে দেখা গেছে এলএমটেনকে। সেই সঙ্গে এই ম্যাচে মাঠে নেমে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোকে ছুঁয়েছেন মেসি।
বার্সা অধিনায়কের ক্লান্তির ব্যাপারে কোচ বলেন, ‘বাস্তবতা হলো, মেসি প্রত্যেক ম্যাচ খেলছে এবং আসরে তার ওপর নির্ভর না করা কঠিন।’ আর্জেন্টাইনরা পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে কোচ স্কালোনি বলেন, ‘পরের ম্যাচে আমাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। নকআউট পর্বে উঠে আমরা মানসিকভাবে শান্তিতে আছি। এখন আমাদের সেরে উঠতে হবে এবং অনুশীলন করতে হবে।’