স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ২১ জুন।। অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবাড়িতে প্রায় তিন লক্ষাধিক টাকার অবৈধ বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ আজ সোমবার সকালের দিকে দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি চেকগেটে গুয়াহাটি থেকে অবৈধ উপায়ে ত্রিপুরায় পাচারের মুখে টিআর ০২ এইচ ১৬৫৪ নম্বরের একটি এসএমএল ট্রাক থেকে ১৫০ কার্টুন বিলেতি মদ বাজেয়াপ্ত করেছেন পুলিশকর্মীরা৷ অবৈধভাবে বিলেতি মদ পাচারের অভিযোগে ট্রাকের চালককে আটক করা হয়েছে৷
চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, আজ সকালে গুয়াহাটি থেকে বিভিন্ন ডমেস্টিক সামগ্রী বোঝাই করে ওই এসএমএল ট্রাকে সন্দেহবশত তালাশি চালান তাঁরা৷ ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল৷ ত্রিপুল সরিয়ে কিছু খুচরো ডমেস্টিক সামগ্রী নামানোর পর ট্রাকের ভিতর থেকে বেরিয়ে আসে সারি সারি মেঘালয়ে তৈরি বিলেতি মদের কার্টুন৷
ট্রাক থেকে মোট দেড়শো কার্টুন অবৈধ মদ উদ্ধার করেছেন তাঁরা, জানান পুলিশ অফিসার মিন্টু শীল৷ উদ্ধারকৃত মদগুলির বাজার মূল্য প্রায় তিন লক্ষ চার হাজার টাকা হবে বলে জানান তিনি৷ এর সঙ্গে ট্রাকের চালক বুলেট দেববর্মা (৩২)-কে আটক করা হয়েছে৷
তার বাড়ি উত্তর ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসহরে৷ পুলিশি জেরায় নাকি ধৃত চালক বলেছে, গতকাল মদগুলো সে গুয়াহাটি থেকে তার ট্রাকে বোঝাই করে ত্রিপুরার কৈলাসহরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল৷ পথে কোথাও তার ট্রাকে তালাশি চালানো হয়নি৷
মদগুলো তাকে মোটা টাকার বিনিময়ে কৈলাসহরে পৌঁছে দেওয়ার কথা ছিল৷ আগামীকাল সামগ্রী সহ ট্রাক চালক বুলেট দেববর্মাকে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে৷