নতুন প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন ৷৷ করোনার প্রকোপে লকডাউনে বাংলাদেশে আটকে থাকা আরও ২৩০-এর বদলে ২৮০ জন ত্রিপুরার নাগরিককে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছে বিদেশ মন্ত্রক৷ আগামী ১৮ এবং ১৯ জুন দু দিনে তাঁরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে রাজ্যে ফিরবেন। এ-বিষয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, গতকাল স্থির হয়েছিল বাংলাদেশ থেকে ২৩০ জন ত্রিপুরার নাগরিক ফিরবেন৷ কিন্তু আজ বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, ২৮০ জন ত্রিপুরার নাগরিককে বাংলাদেশ থেকে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে৷ এক্ষেত্রে ইতিমধ্যে ২২৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে৷ বাকি ৫৩ জনের ছাড়পত্র বাকি রয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, বিদেশ মন্ত্রক মনে করছে, একদিনে ২৮০ জনের স্ক্রিনিঙে সমস্যা হতে পারে৷ তাই, ১৮ এবং ১৯ জুন, দুদিনে তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হবে। ইতিপূর্বে বাংলাদেশ থেকে ১০৬ জন ত্রিপুরার নাগরিক বিদেশ মন্ত্রকের সহায়তায় রাজ্যে ফিরেছেন৷ গত ২৮ মে তাঁরা আগরতলা আইসিপি দিয়ে ত্রিপুরায় এসেছেন৷ আরও ২৮০ জনকে ত্রিপুরায় ফেরানোর উদ্যোগ নিয়েছে বিদেশ মন্ত্রক৷ তাঁরা বিভিন্ন কারণে বাংলাদেশে গিয়ে লকডাউনে আটকে পড়েছিলেন। প্রসঙ্গত, প্রথম দফায় বাংলাদেশ ফেরত ১০৬ জনের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ তার পর তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গিয়েছিল৷ শুধু তা-ই নয়, তাঁদের সংস্পর্শে গিয়ে ৬ জন বিএসএফ, একজন চিকিৎসক সহ আগরতলা আইসিপি-তে ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ দ্বিতীয় দফায় বাংলাদেশ ফেরত সকলকেও প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হবে৷ এছাড়া সকলের নমুনাও সংগ্রহ করবে ত্রিপুরা সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷