অনলাইন ডেস্ক, ২১ জুন।। অলিম্পিকে প্রথম রূপান্তরকামী অ্যাথলেট হতে যাচ্ছেন লরেল হাবার্ড। টোকিও অলিম্পিকে নিউজিল্যান্ড নারী দলের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। ৪৩ বছর বয়সী হাবার্ড ২০১৩ সালে রূপান্তর হওয়ার আগে পুরুষদের ইভেন্টে প্রতিযোগিতা করেছেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের নির্দেশিকা পরিবর্তনের পর রূপান্তরকামী হিসেবে ২০১৫ সাল থেকে তিনি অলিম্পিকে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেন। হাবার্ড টোকিও অলিম্পিকে লড়বেন ভারোত্তলনে। এই ইভেন্টটির গভর্নিং বডি বাছাইয়ের দরকারি বিষয়াদি সংশোধন করার পর নিজের জায়গা নিশ্চিত করেন তিনি।
এই সংশোধনের অর্থ হলো, কোভিড-১৯ প্রভাবের কারণে অ্যাথলেটরা ছয়টির পরিবর্তে চারটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সুপার-হেভিওয়েট হাবার্ড ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জেতেন। তার বর্তমান বিশ্ব র্যাঙ্কিং ১৭। র্যাঙ্কিংয়ে তার চেয়ে এগিয়ে থাকা অনেক প্রতিদ্বন্দ্বী টোকিও গেমসে থাকছেন না। কারণ প্রত্যেক ক্যাটাগরিতে কেবল একজন অ্যাথলেট পাঠাতে পারছে প্রতিটি দেশ।