স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুন।। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও সাংবাদিক সান্তনু ভৌমিক হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় ও অভিযুক্তদের দৃস্টান্তমূলক শাস্তি না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন রাজ্য সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে।
আজ আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও সহ সম্পাদক রমাকান্ত দে রাজ্য সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে-র সাথে ত্রিপুরা হাইকোর্টে এক সাক্ষাতে মিলিত হয় ও এই দুই হত্যাকাণ্ডের মামলার প্রক্রিয়া তরান্বিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সি বি আই-র ভূমিকায় ক্ষোভ ও অসন্তোষ ব্যক্ত করেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, ২০১৭ সালে দুই মাসের ব্যবধানে এই দুই প্রতিভাবান সাংবাদিককে নৃশংস ভাবে হত্যা করা হয়।
পরে ২০১৮ সালে রাজ্য সরকার এই দুইটি হত্যাকাণ্ডের তদন্তের ভার সি বি আই কে দেয়। কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও সি বি আই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি না দেওয়ায় ক্ষুব্ধ রাজ্যের সাংবাদিক জগৎ।
হত্যাকান্ডে জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির প্রক্রিয়া তরান্বিত করতে রাজ্য সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।