অনলাই ডেস্ক, ২১ জুন।। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনটা ছিল দারুণ। যেখানে ভারতের চেয়ে খানিকটা এগিয়ে থেকে দিন শেষ করল নিউজিল্যান্ড।
ভারতের প্রথম ইনিংস ২১৭ রানে গুটিয়ে দেওয়া কিউইরা ৪৯ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলে দিন শেষ করেছে। এখনো ১১৬ রানে পিছিয়ে তারা।
আগের দিনের ৩ উইকেটে ১৪৬ রানে দিন শুরু করা ভারত কাইল জেমিসনের তোপে গুটিয়ে যায় দ্রুত। কোহলি আগের দিনের ব্যক্তিগত ৪৪ রানেই ফিরে যান। আজিঙ্কা রাহানে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন। জেমিসন ৩১ রান খরচায় নেন ৫ উইকেট।
ডেভন কনওয়ে ও টম ল্যাথামের ব্যাটে নিউজিল্যান্ড দারুণ শুরু করে। উদ্বোধনী জুটিতে দুজন তুলে ফেলেন ৭০ রান। ৩০ রান করা ল্যাথামকে ফিরিয়ে যে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন।
দিনের একেবারে শেষ বেলায় ৫৪ রান করা কনওয়েকে তুলে নেন ইশান্ত শর্মা। তাতে ম্যাচে ফেরার বার্তা থাকল ভারতের।
তবে তুলনায় এগিয়ে থাকল নিউজিল্যান্ডই। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (১২*) ও রস টেলর (০*) সোমবার নতুন দিনের খেলা শুরু করবেন।