স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২০ জুন।। মহামারীর পরিস্থিতিতে রক্ত শূন্য অধিকাংশই ব্লাড। তেমনি বিলোনিয়ার ব্লাড ব্যাংকের অবস্থাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিলোনিয়া নাইটেঙ্গেল নাইট শেল্টারে যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক।
উপস্থিত ছিলেন যুব মোর্চার বিলোনিয়া মন্ডল সভাপতি রাহুল চৌধুরী, ভারতচন্দ্র নগর ব্লক চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস , বিলোনিয়া বিজেপি মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। রক্তদান শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন ।
এই মহামারী পরিস্থিতিতে ৫০ জনের রক্তদান করায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন ব্লাড ব্যাংক ইনচার্জ ডক্টর রাহুল রিয়াং। যুব মোর্চার এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক।
তিনি বলেন, মানুষের পাশে আরো এগিয়ে যেতে হবে। রক্তদান হোক কিংবা সামাজিক যেকোনো কাজে যুবকদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।