পশ্চিম মহিলা থানার ওসি করা হল ভারপ্রাপ্ত ইনস্পেক্টর মমতাজ হাসিনাকে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জুন।। পশ্চিম মহিলা থানার ওসি করা হল ভারপ্রাপ্ত ইনস্পেক্টর মমতাজ হাসিনাকে৷ শনিবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এই নির্দেশ জারি করেছেন৷ অন্যদিকে পূর্ব থানায় মমতাজ হাসিনার জায়গাতে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত ইনস্পেক্টর পারমিতা সাহাকে৷ শনিবারই ওই নির্দেশ জারি হয়৷

প্রসঙ্গত সম্প্রতি ঊধর্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করায় বরখাস্ত করা হয় পশ্চিম মহিলা থানার ওসি মিনা দেববর্মাকে৷ থানার দ্বিতীয় অফিসার ওসির দায়িত্ব পালন করেছিলেন৷ এরমধ্যেই শনিবার জেলা পুলিশ প্রশাসন থেকে গুরুত্বপূর্ণ এই থানার ওসি করা হয়েছে মমতাজ হাসিনাকে৷

যদিও এই নির্দেশ বের হওয়ার পর পুলিশ মহলে কিছুটা ক্ষোভ রয়েছে৷ কেননা মমতাজ হাসিনা দীর্ঘ কয়েক যুগ ধরে আগরতলায় কর্মরত রয়েছেন৷ অথচ অনেক মহিলা পুলিশ আধিকারিক গুরুত্বহীন হয়ে বিভিন্ন মফস্সল এলাকাতে পড়ে আছেন৷

কর্মক্ষেত্রে দখল থাকলেও একই পুলিশ আধিকারিককে দীর্ঘ বছর রাজধানীতে চাকরিতে রেখে পুলিশ নিজেদের বদলিনীতিকে প্রকাশ্যে বেআব্রু করছে বলে অভিযোগ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?