স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৯ জুন।। পেট্রোল ও ডিজেলের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে দিশেহারা দেশবাসী। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য ব্যাপি আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তেলিয়ামুড়াতেও প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয় ডিওয়াইএফআই।
লাগামহীন পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে শনিবার সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য টুটন দেব সহ অন্যান্য নেতৃত্বরা। পরে এদিনের এই কর্মসূচির বিষয়ে বলতে গিয়ে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস বলেন, অবিলম্বে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং পেট্রোল,ডিজেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ নাা করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো না হলে আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হওয়ার জন্য ওয়াইফাই এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।