স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ জুন।। পুলিশের উপর আস্থা হারিয়ে শেষ পর্যন্ত নেশা বিরোধী অভিযানের নামলেন রাধাকিশোর পুর থানাধীন রাঙ্গামাটির গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন। তারা দুই নেশা কারবারিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।নেশা বিরোধী অভিযানে শামিল হলেন রাধাকৃষ্ণ পুর থানা এলাকার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের মানুষজন।দীর্ঘ দিন ধরে উদয়পুর মহকুমার রাঙ্গাঁমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব গকুলপুর এলাকার যুবকরা নেশায় আসক্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করে চলেছে।
পাশাপাশি বেশ কিছু যুবকের নেশার কবলে পরে মৃত্যু পর্যন্ত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকার সব অংশের মানুষ গত কিছুদিন আগে এক সভায় মিলিত হয়ে নেশা বিরোধী অভিযানে শামিল হওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ীএলাকায় যারা নেশা কারবারে যুক্ত সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছিল।তারপরও এক অংশের যুবক নেশার কারবারে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে অভিযানের সামিল হন।
এলাকার লোকজন নেশাদ্রব্য বিক্রির খবর পেয়ে নেশা সামগ্রী বিক্রির কাজে যুক্তদের ধরার জন্য উৎপেতে বসেন। এলাকার লোকজন উদয়পুর এগ্রিকালচার এলাকার যুবক মোঃ বাপি সরকার এবং পূর্ব গকুলপুরের জাকির মিয়াকে আটক করে রাধা কিশোর পুর থানায় খবর দিলে পুলিশ দুই যুবককে থানায় নিয়ে যায়।
আটক দুই নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা গৃহীত হয়েছে। এলাকাকে নেশা মুক্ত করার লক্ষ্যে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে।