অনলাইন ডেস্ক, ১৯ জুন।। পিছিয়ে পড়েও ইভান পেরিসিচের গোলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ক্রোয়েশিয়া। এই ড্রয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল গত বিশ্বকাপের ফাইনালিস্টরা।
তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ও তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হবে ক্রোয়েশিয়াকে। ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে তারা।
অন্যদিকে নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন দেখছে স্কটিশরাও। ক্রোয়াটদের সমান পয়েন্ট নিয়ে চারে তারা।
তবে এই দুই দলের আশা নির্ভর করছে ইংল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচের ওপর। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার এক ও দুইয়ে আছে এই দুই দল। ইংল্যান্ড-চেক প্রজাতন্ত্রের ম্যাচটি যদি ড্র হয় তবে জিতলেও গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরবে ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড।
ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে প্রথমার্ধে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ৩৫তম মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর প্যাট্রিক শিককে বাধা দেন লভরেন। মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফাারি। এর দুই মিনিট পর স্পট-কিকে ক্রোয়াটদের জাল খুঁজে নেন শিক।
তিন দিন আগে স্কটল্যান্ডের বিপক্ষে মাঝমাঠ থেকে ইউরোর এবারের আসরের চোখ ধাঁধানো গোল করেছিলেন ২৫ বছর বয়সী এই বেয়ার লেভারকুজেন ফরোয়ার্ড।
চেকরা বিরতিতে যায় এক গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ৪৭তম মিনিটে ক্রামারিচের দ্রুততার সঙ্গে নেওয়া ফ্রি-কিক থেকে বল পেয়ে চেকদের জালে জড়িয়ে দেন পেরিসিচ। ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি দুই দল।