নতুন প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। কার্ল লান্ডষ্টাইনার একজন অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক। তিনি আমেরিকার বিখ্যাত রকাফেলার ইনস্টিটিউটে গবেষণা করতেন। ১৯০০ সালে তিনি প্রধান রক্তের গ্রুপসমূহ আবিষ্কার করেন এবং ১৯৩০ সালে রক্তের গ্রুপ আবিস্কার করার জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেণ।আজ উনার শুভ জন্মদিন এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে আগরতলা স্থিত আই জি এম হাসপাতালে ত্রিপুরা কর্মচারী সরকারী ফেডারেশন দ্বারা মুমুর্ষ রোগির স্বার্থে, রক্তের সংকট মেটাতে আয়োজিত রক্তদান উৎসবে রক্তদান পর্বের কিছু মুহূর্ত। রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার। রক্তদান মহৎ দানও বটে এতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে স্বেচ্ছায় রক্ত দেয়ার ব্যাপারে কোন বাধা থাকতে পারে না। আমি ত্রিপুরা কর্মচারী সরকারী ফেডারেশন এর প্রত্যেক সদস্যা সদস্য দের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ত্রিপুরাবাসির মঙ্গলার্থে এই কঠিন পরিস্থিতে রক্তদান উৎসব করার জন্য। বিভিন্ন সামাজিক সংস্থা এর পাশাপাশি আশা রাখছি রক্তদান সম্পর্কে গনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে আপনাদের এই প্রচেষ্টা আগামিদিনেও জারি রাখবেন।