স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জুন।। রাজ্যে করোনার মৃত্যুর গ্রাফ নিম্নমুখী হতে চলেছে৷ তবে সংক্রমণ প্রায় একইভাবে ঊর্ধমুখী বলা যায়৷ এমনকি রাজ্যে করোনা নমুনা পরিক্ষা অনেকটাই কম হচ্ছে বলে চলে৷
ফলে আগামী দিনে ঝুঁকি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা সচেতন মহলের৷ কারণ ইতিমধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে চলে৷ এদিকে আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে করোনা কারফিউ এবং নাইট কারফিউ’র পরবর্তী পর্যায়৷
বিশেষজ্ঞদের অভিমত সংক্রমনের গতি রুখতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন এবং রোগী শনাক্ত জন্য করোনার নমুনা পরীক্ষা করা দরকার৷ কারণ উপসর্গহীন সংক্রমণ রয়েছে৷ ফলে বহু মানুষ নিজের সংক্রমণের কথা জানতে পারে না৷ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৬৭ জন৷ নমুনা পরীক্ষা হয় ১২,৩৩৭ জনের৷ মৃত্যু হয় ৫ জনের৷
পশ্চিম জেলা সংক্রমিত হয় ১০৫ জন, সিপাহীজলা জেলাতে সংক্রমিত হয় ৪১ জন, গোমতী জেলায় সংক্রমিত হয় ২৮ জন, দক্ষিণ জেলায় সংক্রমিত হয় ৫৪ জন, খোয়াই জেলায় সংক্রমিত হয় ২৮ জন, ধলাই জেলায় সংক্রমিত হয় ৪৭ জন, উত্তর জেলায় সংক্রমিত হয় ৭৯ জন এবং ঊনকোটি জেলায় সংক্রমিত হয় ৮৫ জন৷
সুস্থতার হার এবং আরোগ্য হয় ৯১.৯৮ শতাংশ এবং ৫৯৫ জন৷ চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২৭৩ জন৷