স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জুন।। রাজ্যে একদিনে করোনার টিকা দেয়া হয়েছে ৬৪ হাজার ৯১৯ জনকে৷ শুক্রবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর সূত্রে এই তথ্য জানা গিয়েছে৷
সরকারী সূত্রের খবর, এদিন শুধুমাত্র আঠার বছরের উর্ধদেরই দেয়া হয়েছে ৫৯ হাজার ২৩২ টি টিকা৷ সমস্ত বয়সের টিকাকরণের ক্ষেত্রে এদিন সর্বোচ্চ রেকর্ড হয়েছে উত্তর ত্রিপুরা জেলা৷ ওই জেলায় ১৯ হাজার ৪৮৭ জনকে দ্যেয়া হয়েছে টিকা৷ এর মধ্যে আঠার বছরের উর্ধদের রয়েছে ১৯ হাজার ২০৮ টি টিকা৷
এদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৮ লক্ষ ৫৮ হাজার ৬৬৭ জনকে টিকা প্রদান করা হয়েছে৷ পশ্চিম জেলায় দেয়া হয়েছে ৫ লক্ষ ৭৪ হাজার ৭৪৪ জনকে৷ দক্ষিণ জেলায় দেওয়া হয়েছে ২ লক্ষ ৭৫ হাজার ৮৫৬ জনকে৷
উত্তর জেলায় দেয়া হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ৮৮৪ জনকে, সিপাহীজলায় দেয়া হয়েছে ২ লক্ষ ২১ হাজার ৫১ জনকে৷ গোমতী জেলায় দেয়া হয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ১৮০ জনকে৷ খোয়াইয় জেলায় দেয়া হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৫৫৪ জনকে, ধলাই জেলায় দেয়া হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ২৯২ জনকে এবং ঊনকোটি জেলায় টিকা দেয়া হয়েছে ৯৭ হাজার ১০৬ জনকে৷