স্টাফ রিপোর্টার, ধর্মনগর,, ১৭ জুন।। পুকুরের জলে নেমে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটেছে দুই শিশুকন্যার৷ তাদের একজনের নাম শামিমা ইয়াসমিন ও অন্যজন রোজিনা বেগম৷
উভয়ের বয়স আটের মধ্যে৷ সম্পর্কে তারা মামাতুতো ও পিসতুতো বোন৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন মধ্যরাজনগর এলাকায়৷ মর্মান্তিক এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ মধ্যরাজনগর গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনৈক মইনুল হকের আট বছরের শিশুকন্যা শামিমা তার পিসতুতো বোন রোজিনা বেগমকে নিয়ে বাড়ি লাগোয়া জনৈক ফরিজ উদ্দিনের পুকুরে স্নান করতে গিয়েছিল৷
এক সময় তারা জলে তলিয়ে যায়৷ বহুক্ষণ ধরে তাদের কোনও সাড়াশব্দ না পেয়ে পুকুরে গিয়ে তালাশি চালান মইনুল হক ও প্রতিবেশীরা৷ তালাশির সময়ই তাদের লাশ জলে ভেসে উঠে৷
মৃত শামিমা ইয়াসমিনের পিসতুতো বোন রোজিনা বেগমের বাড়ি একই এলাকার চার নম্বর ওয়ার্ডে৷ তার বাবার নাম সিয়াব উদ্দিন৷