স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ জুন।। সাধ থাকলেও সাধ্য নেই বিলাসবহুল গাড়ি ক্রয় করার। বহু চেষ্টা করেছেন স্বপন মিয়া। নিজের সামর্থের মধ্য দিয়ে অটো রিস্কাকে কিভাবে সাজিয়ে তোলে বিলাসবহুল করা যায় সেই চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি করেননি। বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরে সেই চিত্রই পরিলক্ষিত হল। অটোও বিলাসবহুল গাড়ির মতো হতে পারে।
অটোকে সাজিয়ে এমনভাবেই তুলে ধরলেন স্বপন মিয়া নামে এক অটো চালক। তিনি প্লাস্টিকের সবুজ কার্পেট দিয়ে অটোর ছাউনি সাজিয়েছেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্যবোধের জন্য অটোটি সাজিয়ে তোলা হয়েছে বলে জানান অটো চালক। আগরতলা পুর নিগম এলাকায় চলবে অটোটি। গাড়িটি ক্রয় করার পর থেকে চালক স্বপনের চিন্তাধারা ছিল যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য আলাদা কিছু করার।
আর সেটাই করে দেখালেন অটোচালক। অটোচালকের বাড়ি রাজধানীর শিবনগর এলাকায়। এদিন গাড়িটি রাস্তায় দেখে বহু যাত্রী গাড়িটির মধ্যে উঠার জন্য চেষ্টা করেন।