ফটিকরায়ে নিজ ঘরেই জীবন্ত দগ্ধ হয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১৭ জুন।। নিজ ঘরেই জীবন্ত দগ্ধ ৭০ বছর বয়সী বৃদ্ধা। মৃতার নাম রেনুবালা দাস। ঘটনা ফটিকরায় থানাধীন রাধানগর ৫নং ওয়ার্ডে। ফটিকরায়ের রাধানগরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলএক বৃদ্ধার।ঘটনার বিবরনে জানা যায়, রাধানগরে ভাইয়ের বাড়িতে একাই একটি আলাদা ঘরে থাকতেন রেনুবালা।বুধবার রাত আনুমানিক বারোটা নাগাদ বাড়ির লোকজন ঘর থেকে বেরিয়ে দেখতে পান আগুনের লেলিহান শিখা পুরো ঘরকে গ্রাস করে ফেলেছে। ততক্ষনে ঘরের ভেতরেই আগুনে অধিকাংশ দগ্ধ হয়ে যান ঐ বৃদ্ধা।

জানালেন মৃতের ভাই। খবর পেয়ে ছুটে আসেন পাড়াপড়শীরা।সাথে সাথে দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা সেখানে ছুটে গেলেও সরু রাস্তার কারনে ঘটনাস্থলে পৌছতে পারেনি দমকলের ইঞ্জিন।ফলে স্থানীয়রাই হাত লাগায় আগুন নেভানোর কাজে।স্থানীয়দের প্রচেষ্টায় আগুন আয়ত্বে এলেও শেষ রক্ষা হয়নি বৃদ্ধার।মৃতার পরিবার এবং স্থানীয়দের কথায় দমকলের ইঞ্জিন যদি ঘনটাস্থলে পৌছাতে পারতো তবে হয়তো অন্তত প্রাণে বাঁচাতে পারতেন রেনুবালা দেবীকে।অভিযোগ সরু রাস্তা দিয়ে দমকলের ইঞ্জিন যেতে না পারাতেই প্রাণ হারাতে হয়েছে বৃদ্ধাকে।

অবশ্য স্থানীয়দের প্রচেষ্টায় এদিন অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেয়েছে অশপাশের অন্যান্য বসতবাড়ি। ভবিষ্যতে এধরনের ঘটনা যাতে আর না ঘটে তারজন্য স্থানীয়রা দাবি তুলেছেন গ্রামে প্রবেশের রাস্তা প্রশস্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য।ঘটনার খবর পেয়ে ছুটে যায় ফটিকরায় থানার পুলিশ।দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। মৃতার ময়না তদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হয় আত্মীয়-পরিজনদের হাতে।আগুন লাগার কারন নিয়ে ধোয়াশায় পুলিশ ।ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানালেন পুলিশ আধিকারিক।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?