স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৬ জুন।। খোয়াই পহরমুড়া চা-বাগান ও পহরমুরা ব্রীজ সংলগ্ন এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ডজার মেশিন উদ্ধার করেছে বনদপ্তরের কর্মীরা। খোয়াই পহরমুড়া চা-বাগান ও পহরমুড়া ব্রীজ সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে দুইটি মিনি ড্জার মেশিন উদ্ধার করেছে বনদপ্তর এর কর্মীরা।
বুধবার দুপুরে খোয়াই মহকুমা বনদপ্তর এর উদ্যোগে ফরেস্টার অর্জুন দেববর্মার নেতৃত্বে নদীতে অভিযান চালায়। প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী খোয়াই নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলনের কাজ চালিয়ে আসছিল। প্রশাসনের নজর এড়িয়ে অসাধু ব্যবসায়ীরা কৌশলে দিন রাত বালু উত্তোলন করছিল। বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল।
অভিযানকালে বনদপ্তর এর কর্মী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই নদীর চা বাগান এলাকায় অভিযান চালাানো হয়।খোয়াই চা বাগান এলাকায় অভিযান চালিয়ে দুইটি ড্জার মেশিন উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অসাধু ব্যবসায়ীরা বনদপ্তর এর কর্মীদের দেখা মাত্রই পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বনদপ্তর এর কর্মীরাl