নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ রাজ্যে আরও ৪৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ১৮৭০টি নমুনা পরীক্ষায় তাঁদের সন্ধান পাওয়া গেছে৷ এ নিয়ে রাজ্যে মোট ৯৬৪ জন করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে৷ সক্রিয় রোগীর সংখ্যা ৬৮১ জন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার দুই দফায় এই আক্রান্তের ঘোষণা দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুক্রবার দুপুরে এক টুইট বার্তায় জানিয়েছেন, সকালে ১২০টি নমুনা পরীক্ষায় ৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের প্রায় সকলের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ তিনি বলেন, নতুন করে করোনা সংক্রমিতদের মধ্যে ৭ জন ট্রেন যাত্রী, ১ জন বিমান যাত্রী এবং ১ জন করোনা আক্রান্তের সংস্পর্শে গিয়ে সংক্রমিত হয়েছেন৷এদিকে, রাতে আরও একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আরও ৩৯ জনের দেহে করোনা সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে৷ এক্ষেত্রে ১৭৫০ টি নমুনা পরীক্ষা করা হয়৷ এর মধ্যে ৩৯ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ এই ৩৯ জনের মধ্যে পশ্চিম জেলায় ৭ জন, সিপাহীজলা জেলায় ২৭ জন, দক্ষিণ জেলায় ১ জন, গোমতী জেলায় ৩ জন এবং ঊনকোটি জেলায় ১ জন৷এখন পর্যন্ত ত্রিপুরায় ৯৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ২৭৮ জন সুস্থ হয়েছেন৷ ১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ এছাড়া, ৩ জন রাজ্যের বাইরে৷ এছাড় এক জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷