অনলাইন ডেস্ক, ১৬ জুন।। মাঠে নামতেই ইতিহাসে নাম উঠে যায় ক্রিস্তিয়ানো রোনালদোর। একমাত্র ফুটবলার হিসেবে পাঁচটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার নজির হলো তার। তবে কিক অফের পর গোলের জন্য হাপিত্যেশ করতে হলো রোনালদো ও তার দল পর্তুগালকে। শেষ পর্যন্ত অবশ্য জোড়া গোল করলেন সিআর সেভেন।
গড়লেন ইউরো কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। সুবাদে বড় জয়েই ইউরো মিশন শুরু হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
মঙ্গলবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে ইউরো কাপে শুভ সূচনা করে পর্তুগাল। ৮৩ মিনিট পর্যন্ত হাঙ্গেরির জালে বল পাঠাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রাফায়েল গুয়েরেইরো প্রতিপক্ষের গোলমুখ খোলেন প্রথমে। এরপর ৫মিনিটের ব্যবধানে রোনালদো পেলেন জোড়া গোল। তাতেই বড় জয় নিশ্চিত হয় ফার্নান্দো সান্তোসের দলের।
৮৪ মিনিটে গুয়েরেইরোর গোলের পর ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়েই মিচেল প্লাতিনিকে (৯ গোল) ছাড়িয়ে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের মাইলফলক গড়েন জুভেন্তাস তারকা।
যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন সিআর সেভেন। ইউরোতে তার মোট গোল এখন ১১টি।
বুদাপেস্টে ৬০ হাজারের বেশি দর্শকের উপস্থিতে হয়েছে এই ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আক্রমণ রুখে ড্রয়ের পথে ছিল স্বাগতিক হাঙ্গেরি। কিন্তু পর্তুগাল যেন শেষে ঝড় বইয়ে দিল দলটির রক্ষণে। যাতে এলোমেলো হয়ে গেল হাঙ্গেরির পয়েন্টের স্বপ্ন।
এবারের ইউরোর ‘এফ’ গ্রুপটা বলা যেতে পারে মৃত্যুকূপ। অন্য দুই দল- বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তাই প্রথম ম্যাচেই পয়েন্ট হারালে বিপাকেই পড়ে যেত রোনালদোর পর্তুগাল। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি। স্বস্তির জয় নিয়েই ফিরেছে দলটি।
শনিবার মিউনিখে জার্মানির বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে পর্তুগাল। বুদাপেস্টেই ফ্রান্সের বিপক্ষে খেলবে হাঙ্গেরি।