অনলাইন ডেস্ক, ১৬ জুন।। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের মোট সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
এএফপি জানায়, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় মৃতের সংখ্যা এই ‘দুঃখজনক মাইলফলক’ অতিক্রম করায় গভীর শোক প্রকাশ করেছেন এবং টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিতে আমেরিকানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। ওয়ার্ল্ডোমিটারের হিসেবে ৬ লাখের ঘর পার হয় মঙ্গলবার।
তবে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইটটি বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ জানায়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৬ লাখ ১৫ হাজার ৭১৭ জন মারা গেছে।
এ মহামারি ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিক থেকে ব্রাজিল দ্বিতীয় ও ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।
চীনের উহান নগরীতে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে ১৭ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট মারা গেছে ৩৮ লাখ ৩৮ হাজার ৬১৮ জন।