বিশালগড়ের কুখ্যাত মাফিয়া ও সমাজদ্রোহী মন সরকারকে জালে তুলতে সক্ষম হল পুলিশ

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৫ জুন।। কুখ্যাত মাফিয়া ও সমাজদ্রোহী মন সরকারকে জালে তুলতে সক্ষম হলো পুলিশ। মঙ্গলবার বিশালগড়ের গৌতম নগর এলাকার গোপন আস্তানা থেকে তাকে আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল বিশালগড়ের কুখ্যাত মাফিয়া তথা সমাজদ্রোহী মন সরকার। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিশালগড় থানার পুলিশ বিশালগড়ের গৌতম নগর এলাকায় তার গোপন আস্তানায় হানা দেয়।সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার বিবরণে জানা যায় ,গত ২৫ শে মে বক্সনগর এর ব্যবসায়ী লক্ষণ বণিক রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে 8 লক্ষ টাকার মুদি মাল নিয়ে যাওয়ার সময় বিশালগড় থানাধীন অফিস টিলা বাজার সংলগ্ন এলাকায় মন সরকার সহ তার সাঙ্গপাঙ্গরা মুদি মাল বোঝাই ডিআই গাড়িটিকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির চালক এবং ব্যবসায়ী লক্ষণ বণিককে মারধর করে। সমস্ত মালামালসহ গাড়িটিকে ছিনতাই করে নিয়ে যায়। লক্ষণ বণিক কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন।

মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিশালগড় থানার পুলিশ ঘটনার কিছুক্ষণের মধ্যে গাড়িটি উদ্ধার করলেও মন সরকার সহ তার সাঙ্গপাঙ্গদের আটক করতে পারেনি। পরে এক এক করে পাঁচজনকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। অবশেষে মঙ্গলবার বিশালগড় থানাধীন গৌতম নগর এলাকা থেকে অভিযুক্ত মন সরকারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ। এ পর্যন্ত এই মামলায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিশালগড়ে নেশা সামগ্রীর কারবার, জমি মাফিয়া, চুরি ছিনতাই, আগ্নেয়াস্ত্রের আস্ফালন থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যার সাথে মন সরকারে নাম জড়িত নেই। রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই সমগ্র বিশালগড় জুড়ে মন ও তার সাঙ্গপাঙ্গরা এক অরাজকতার পরিবেশ কায়েম করে রেখেছিল। যার দরুন কেউ তাদের বিরুদ্ধে মুখ খুললেই আক্রমণের শিকার হতো। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?