স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৪ জুন।। খোয়াই মহকুমায় সাংসদ উন্নয়ন তহবিল থেকে মার্কেট স্টল তৈরির জায়গা পরিদর্শন করলেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ সাংসদ উন্নয়ন তহবিল থেকে ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে মার্কেট স্টল হাতকাটা বাজারে৷
সোমবার দুপুরে সাংসদ রেবতী ত্রিপুরা খোয়াই মহকুমার পদ্মবিল আর ডি ব্লকের অন্তর্গত রতনপুর বাজার ও হাতকাটা বাজার পরিদর্শনকালে দুইটি গ্রামীণ বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
বাজারগুলিতে কি কি সমস্যা হচ্ছে তুলে ধরেন সাংসদ রেবতী ত্রিপুরার নিকট৷ বাজারের সমস্যাগুলি খতিয়ে দেখেন ব্যবসায়ীদের নিয়ে৷ পরিদর্শন শেষে সাংসদ রেবতী ত্রিপুরা জানান, খোয়াইয়ের সাংসদ উন্নয়ন তহবিল থেকে মার্কেট স্টলের জায়গা পরিদর্শন করেন হাতকাটা বাজারে৷
https://www.facebook.com/2034666816828841/posts/2572031223092395/
বাজারে বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন৷ হাতকাটা বাজার পরিদর্শনের আগে রতনপুর বাজার পরিদর্শন করেন, সমস্যা রয়েছে রতনপুর বাজারেও৷ রতনপুর বাজারে মার্কেট স্টল, পানীয় জলের ও শৌচালয়ের সুবন্দোবস্ত নেই৷
তিনি আরো জানান, পরিদর্শনের পূর্বে খোয়াই জেলা শাসকের সাথে খোয়াই জেলার উন্নয়নমূলক কাজ কি কি হচ্ছে তা নিয়েও আলোচনা করেন৷ আগামী দিন বাজারের সমস্যাগুলি সমাধান করা হবে৷ মার্কেট স্টলের জায়গাও নির্ধারণ করা হয়েছে৷