স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ জুন।। করোনা রোগ থেকে গোাটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে কোভিড ভেকসিন প্রদান কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহাকুমার স্বাস্থ্য দফতরের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল আজ থেকে শুরু হল ১৮ বছর থেকে ৪৪ বছর কোভিড ভ্যাকসিন পর্যন্ত ভেকসিন প্রদান। সোমবার সকাল ১১ টা থেকে কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল থেকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য ১৮ বছরের ঊর্ধ্বে যুবক-যুবতীরা লাইন লাগিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। শুরু হতেই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে এবং সামাজিক দূরত্ব কে মান্যতা না দিয়ে ভ্যাকসিন গ্রহণ করেন যুবক-যুবতীরা। তবে লক্ষণীয় বিষয় হল ১৮ বছরের ঊর্ধ্বে এবং পঁয়ত্রিশ বছরের নিচে যুবক-যুবতীর সংখ্যা ছিল বেশি। এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় প্রথম দিনে ২০০ জনকে ভেকসিন প্রদান করা হবে।