নতুন প্রতিনিধি, বিশালগড়, ১২ জুন।। গাছের নীচে চাপা পড়ে টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাজ সেরে বাড়ি ফেরার পথে সংঘটিত ওই দুর্ঘটনায় টিএসআর ৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান নৈদারবাসী ত্রিপুরা ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি আজ সিপাহিজলা জেলায় দয়ারামপাড়া করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত ছিলেন। আজ দিনভর ত্রিপুরায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। সাথে ঝড়ো হওয়া বইছে। টাকারজলা থানার পুলিশ ওই টিএসআর জওয়ানের মৃত্যুর খবর জানিয়েছেন। থানার জনৈক পুলিশ আধিকারিক বলেন, আজ বিকেল চারটা নাগাদ টাকারজলা-অমরেন্দ্রনগর রাস্তায় পাইলাবঙ্গা এলাকায় প্রস্তাবিত নবোদয় বিদ্যালয়ের পাশে বাইকে চেপে বাড়ি ফেরার পথে টিএসআর জওয়ান নৈদারবাসী ত্রিপুরার উপর গাছ ভেঙে পড়েছে। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি টাকারজলা থানার অধীনে কর্মরত ছিলেন। যাত্রাপুর থানাধীন কাঁঠালিয়া থালিবাড়ির বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দয়ারামপাড়া করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় কর্মরত ছিলেন নৈদারবাসী ত্রিপুরা। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে। তাঁর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। গাছ পড়ে টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনের পাশাপাশি পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।