একান্তবাস কেন্দ্রের নিয়ম ভঙ্গের দায়ে পাঁচ সংক্রমিতের বিরুদ্ধে মামলা

নতুন প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। করোনা ভাইরাসে আক্রান্তদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যেতে বহিরাগতদের উসকানিতে বাধা দেওয়ার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, পাঁচজন করোনা-আক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরা নিয়ম ভেঙে একান্তবাস কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন। তাই তাঁদের পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরায় করোনা-আক্রান্তদের একান্তবাস কেন্দ্র থেকে কোভিড কেয়ার সেন্টারে নেওয়ার ক্ষেত্রে ঝামেলা হয়েছিল। সিপাহিজলা জেলার মেলাঘর ইন্দিরানগরে করোনা-আক্রান্তদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যেতে অভিভাবকরা বাধা দিয়েছিলেন। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ করতে হয়েছিল। এ-বিষয়ে সোনামুড়ার মহকুমাশাসক সুব্রত মজুমদার বলেন, করোনা আক্রান্ত সংশ্লিষ্ট পৃথক দুটি ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচ জন করোনা আক্রান্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। তাঁর কথায়, মেলাঘর ইন্দিরানগরে একান্তবাস কেন্দ্র থেকে করোনা আক্রান্তদের নিয়ে যাওয়ার সময় বহিরাগতদের উসকানিতে বাধা দেওয়া হয়েছিল। ওই ঘটনায় সুন্দর আলি নামের এক ব্যক্তির বিরুদ্ধে মেলাঘর থানায় এজাহার করা হয়েছিল। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, সোনামুড়া থানাধীন দুর্লভনারায়ণপুরে করোনা আক্রান্ত পাঁচ জন প্রাতিষ্ঠানিক একান্তবাসের নিয়ম ভেঙে বেরিয়ে গিয়েছিলেন। পরে অবশ্য তাদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কিন্তু একান্তবাস কেন্দ্রের নিয়ম ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। তাঁর কথায়, একান্তবাস কেন্দ্র থেকে ২৩ জন করোনা আক্রান্তকে নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তারা ফিরে এসেছেন এবং তারা বর্তমানে কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন। কিন্তু, তারা একান্তবাস কেন্দ্র থেকে না জানিয়ে চলে যাওয়ায় তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?