তিন মাসের বেশি সময় পর বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ ৩ লাখের গণ্ডিতে নেমে এসেছে

অনলাইন ডেস্ক, ১৪ জুন।। করোনা মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের মধ্যে তিন মাসের বেশি সময় পর বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ ৩ লাখের গণ্ডিতে নেমে এসেছে। প্রায় কাছাকাছি সময়ের ব্যবধানে দৈনিক মৃত্যুও কমে ৭ হাজারে নিচে নেমেছে।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ১৭৩ জনের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে যা ৩ মাস ৫ দিনের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত ৮ মার্চ ২ লাখ ৯৪ হাজার ৭১৮ জন সংক্রমিত হয়েছিলেন। বিশ্বে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৬১১ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ হাজার ৭৮৪ জন যা ২ মাস ২৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২১ মার্চ ৬ হাজার ২৯৮ জন মারা যান। বিশ্বে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজার ৪০৩ জনে।

গত একদিনে বিশ্বে করোনা সংক্রমণের বড় অংশটি ছিল ভারত ও ব্রাজিলে। ভারতে প্রায় সাড়ে ৬৮ হাজার আর ব্রাজিলে প্রায় ৩৭ হাজার সংক্রমিত হন। একই সময়ে ভারতে মারা গেছেন ১ হাজার ৭৬১ জন আর ব্রাজিলে ১ হাজার ১১৮ জন।

অন্যদিকে সফল টিকাদান কর্মসূচির সুফল পেতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৫ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১০০ জন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?