অনলাইন ডেস্ক,১২ জুন।। ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঝমাঠের অন্যতম তারকা কেভিন ডি ব্রুইনকে পাচ্ছে না বেলজিয়াম। শনিবার দিবাগত রাতে ‘বি’ গ্রুপে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার মুখোমুখি হবে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাওয়া চোট থেকে এখনো সেরে উঠেননি ডি ব্রুইন। চেলসির বিপক্ষে সেই ম্যাচে চোখের কোটর ও নাকে আঘাত পান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার। রাশিয়ার মাঠে আরেক অভিজ্ঞ মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেলকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে বেলজিয়ামের।
গোড়ালির সমস্যায় ভুগছেন এই বরুসিয়া ডর্টমুন্ড তারকা। তবে সমস্যা রয়েছে রাশিয়ার স্কোয়াডেও। ম্যাচের একদিন আগে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় ছিটকে গেছেন মিডফিল্ডার আন্দ্রেই মোস্তোভয়। তার জায়গায় ২৬ জনের স্কোয়াডে এসেছেন ডিফেন্ডার রোমান ইয়েভজেনিয়েভ।