অনলাইন ডেস্ক,১২ জুন।। রেকর্ড গড়া জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ইতালি। ‘এ’ গ্রুপে তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে শুভ সূচনা করলো রবার্তো মানচিনির শিষ্যরা। ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। শুক্রবার নিজেদের মাঠ স্তাদিও অলিম্পিকে পুরো ৯০ মিনিট আক্রমণাত্মক ফুটবল উপহার দিল ইতালি।
শুরু থেকে দাপুটের সঙ্গে খেললেও অবশ্য প্রথমার্ধটা গোলবিহীন কাটাতে হয় তাদের। সেই গেরো আজ্জুরিরা খোলে বিরতির পর। তাও তুরস্কের ভুলে। ডমিনিকো বেরার্দি ডি-বক্সে ঢুকে ডান দিক দিয়ে ক্রস করেন সতীর্থের উদ্দেশে। তবে গোলমুখে ডিফেন্ডার দেমিরালের শরীরে লেগে বল যায় তুরস্কের জালে। এরপর আর নিজেদের রক্ষণ সামলে রাখতে পারেনি তারা।
৬৬তম মিনিটে ইতালির ব্যবধান দ্বিগুণ করেন সিরো ইমোবিলে। ৭৯তম মিনিটে ব্যবধানটা ৩-০ করেন লরেঞ্জো ইনসানিয়ে। ইউরোর ইতিহাসের উদ্বোধনী ম্যাচে তো বটে, প্রথমবারের মতো টুর্নামেন্টে ৩ গোলের দেখা পেলো ইতালি। পুরো ম্যাচে ২৪ বার গোলের চেষ্টা করেছে তারা।
এ নিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকলো আজ্জুরিরা। গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল আসরের টিকিট পেতে ব্যর্থ হওয়ার ৬ মাস পর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেন মানচিনি। এরপর থেকে অজেয় হয়ে ওঠা ইতালি দুই বছর আগে শেষ ম্যাচ হেরেছে পর্তুগালের বিপক্ষে, নেশন্স কাপে। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগে গত আট ম্যাচ ইতালি জিতে জাল অক্ষত রেখে।